‘দুর্গা অঙ্গন' তৈরিতে ধরা হচ্ছে প্রায় ২৬২ কোটি টাকা
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : নিউ টাউনের ''দুর্গা অঙ্গন'' তৈরিতে আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। সোমবার এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে তিনি এর স্থাপত্য সম্পর্কে বলেন, দু’লক্ষ বর্
দুর্গা অঙ্গন


কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : নিউ টাউনের 'দুর্গা অঙ্গন' তৈরিতে আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। সোমবার এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে তিনি এর স্থাপত্য সম্পর্কে বলেন, দু’লক্ষ বর্গফুট এলাকায় তৈরি হবে এটি। মন্দিরে উঠোনেই এক লক্ষ লোক বসে থাকতে পারবেন। মন্দির চত্বরের চারপাশে ২০ ফুট চওড়া ঘোরার পথ করা হচ্ছে। ১ হাজার ৮টি স্তম্ভ থাকছে এবং মূল গর্ভগৃহের উচ্চতা হবে ৫৪ মিটার।

মূল মণ্ডপ ছাড়াও সিংহদুয়ার ও অন্য মণ্ডপও থাকবে এই 'দুর্গা অঙ্গন'-এ। মমতা দাবি করেন, এটি বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন হবে এবং এখানে প্রতিদিন যাতে এক লক্ষ ভক্ত আসতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, শিল্পকলা, ঐতিহ্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আলাদা পরিকাঠামোও রাখা হচ্ছে এই প্রকল্পে। এ বছর অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ইসকনের দাবি অনুযায়ী, রবিবার সেই মন্দিরে পুণ্যার্থীর সংখ্যা প্রায় এক কোটিতে পৌঁছেছিল।

পাশাপাশি, সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মাটিগাড়ায় নতুন মহাকাল মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দের কথাও ঘোষণা করেছিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে, এই শিলান্যাসের অনুষ্ঠান থেকেই মহাকাল মন্দিরের শিল্যানাস নিয়ে বড় ঘোষণা করে দেন মমতা। তিনি জানিয়েছেন, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই সেই মন্দিরের শিল্যানাস হবে। জমিও দেখা হয়ে গেছে, পরিকল্পনা তৈরি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande