
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR) কার্যত তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত বাধার মুখে পড়েছে। এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দখলদারির বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে সোমবার এই অভিযোগ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের সঙ্গে বিভিন্ন জায়গায় যে আচরণ হয়েছে, সল্টলেক দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি তার প্রতিবাদ জানান।
শমীকবাবু জানান, প্রশাসনকে আগাম জানানো সত্ত্বেও বিভিন্ন জায়গায় শুনানির নামে প্রহসন চলছে। কোথাও শুনানির নির্ধারিত স্থানে বসে আঁকো প্রতিযোগিতা চলছে, আবার কোথাও শাসক দলের মদতে স্লোগান তুলে শুনানী বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোটার তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে।
শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এসআইআর সম্পূর্ণ হলে তাদের জালিয়াতি প্রকাশ্যে চলে আসবে। তাই বিধায়ক, মন্ত্রী ও দলীয় নেতাদের ব্যবহার করে হিয়ারিং প্রক্রিয়া বন্ধ করার অপচেষ্টা চলছে। এসআইআর সম্পূর্ণ না হলে পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন যদি এই প্রক্রিয়া শেষ করতে ব্যর্থ হয়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে।
রাজ্য সভাপতি শ বলেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ১১টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। বিহারেও এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে বিরোধী দল অংশগ্রহণ করে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রায় মেনে নিয়েছে। অথচ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে আক্রমণ করে, প্রশাসনিক চাপ সৃষ্টি করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। মুখ্যমন্ত্রীর ভাষা ও আচরণ নির্বাচন কমিশনের প্রতি নজিরবিহীন অসম্মান বলেও তিনি মন্তব্য করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত