হিংসার ঘটনায় মুসলিমরাই জড়িত, শিকারও হচ্ছেন তাঁরা, দাবি শমীকের
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : “পশ্চিমবঙ্গে সংঘটিত অধিকাংশ হিংসার ঘটনায় মুসলিমরাই জড়িত। আবার সেই হিংসার শিকারও মুসলিমরাই হচ্ছেন। এর সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসের”। সাংবাদিক বৈঠকে সোমবার এই অভিযোগ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্য


কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স. ) : “পশ্চিমবঙ্গে সংঘটিত অধিকাংশ হিংসার ঘটনায় মুসলিমরাই জড়িত। আবার সেই হিংসার শিকারও মুসলিমরাই হচ্ছেন। এর সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসের”। সাংবাদিক বৈঠকে সোমবার এই অভিযোগ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি বলেন, রাজ্যে হিংসার শিকার প্রতিটি পরিবারের সদস্যই স্বীকার করেছেন যে, এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। হুমায়ুন কবিরের দল তৃণমূল কংগ্রেসের ‘প্ল্যান বি’। যদি তারা নির্বাচনে কারচুপি করতে ব্যর্থ হয়, তাহলে পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’-এ পরিণত করার উদ্দেশ্যে কাজ করা শক্তিগুলোকেই ব্যবহার করা হবে।

এদিন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর নিয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে আসছেন এবং তিনি একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক বৈঠক করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande