দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ, আগরতলায় টেট উত্তীর্ণদের আটকাল পুলিশ
আগরতলা, ২৯ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে সোমবার তীব্র উত্তেজনা ছড়াল রাজধানী আগরতলায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এগিয়ে গেলে একাধিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ। ঘটনাকে ক
আগর গাছ চুরি


আগরতলা, ২৯ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে সোমবার তীব্র উত্তেজনা ছড়াল রাজধানী আগরতলায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এগিয়ে গেলে একাধিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা ভবন চত্বর ও মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় চাপে পড়ে প্রশাসন।

সোমবার শতাধিক টেট-১ ও টেট-২ উত্তীর্ণ চাকরিপ্রার্থী শিক্ষা ভবনের সামনে জমায়েত হন। তাঁদের অভিযোগ, সরকার পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ চূড়ান্ত করতে অযথা সময় নিচ্ছে। চাকরিপ্রার্থীদের একাংশ জানান, শূন্যপদের সঠিক সংখ্যা জানতে তাঁরা আরটিআই দাখিল করেন। উত্তরে বিভাগ জানায়— টিইটি-১ এর জন্য ২,৭০৩টি এবং টিইটি-২ এর জন্য ১,৬০৫টি পদ শূন্য। চাকরিপ্রার্থীদের দাবি, পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১,৭০০ জন প্রার্থী রয়েছেন। সেই তুলনায় শূন্যপদ অনেক বেশি, ফলে সকলকে নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা থাকার কথা নয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে শান্তিপূর্ণ মিছিল শুরু করেন। সম্ভাব্য অশান্তির আশঙ্কায় পুলিশ ব্যারিকেড তৈরি করে তাঁদের আটকায়। পুলিশের নির্দেশ অমান্য করায় কয়েকজনকে এডি নগর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।

সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, “বেশিরভাগ বিক্ষোভকারী আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন ও আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কিছু মানুষ প্রতিরোধ করছিলেন, তাই তাঁদের আটক করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

অন্যদিকে, আটক এক চাকরিপ্রার্থী বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের উদ্বেগ জানাতে চেয়েছিলাম। আন্দোলন প্রত্যাহারেও আমরা রাজি ছিলাম। তবুও পুলিশ হঠাৎ আমাদের গ্রেপ্তার করল, যা অত্যন্ত দুঃখজনক।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande