(আপডেট) ছত্তিশগড়ের বস্তারে নিহত ১২ মাওবাদী, ৩ জন জওয়ান শহীদ
রায়পুর, ৩ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তারের দান্তেওয়াড়া জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ১২ জন মাওবাদী। মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন ৩ জন জওয়ান। এছাড়াও ২ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন। এনকাউন্টার-স্থল থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্
নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য, ছত্তিশগড়ে নিহত ৬ মাওবাদী


রায়পুর, ৩ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তারের দান্তেওয়াড়া জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ১২ জন মাওবাদী। মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন ৩ জন জওয়ান। এছাড়াও ২ জন জওয়ান গুরুতর আহত হয়েছেন। এনকাউন্টার-স্থল থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেন, বুধবার বিজাপুর-দান্তেওয়াড়া জেলার সীমান্তে, পশ্চিম বস্তার ডিভিশনে গুলির লড়াই শুরু হয়। যৌথ অভিযানে নামে ডিআরজি, সিআরপিএফ-এর কোবরা ব্যাটেলিয়ন এবং স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চলাকালীন মাওবাদীরা গুলি চালায়, যৌথ বাহিনী পাল্টা গুলি চালালে মৃত্যু হয় ১২ মাওবাদীর। অভিযান এখনও চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande