
কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : স্বাস্থ্য বন্ধু প্রকল্পের সুযোগ সুবিধা আরও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তার সুফল মিলবে অচিরেই। বুধবার এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন যে - ‘স্বাস্থ্য বন্ধু’ (মোবাইল মেডিকেল ইউনিট) উদ্যোগটি রাজ্য সরকার চলতি বছরের গত ১১ নভেম্বর সূচনা করে। তারপর থেকে এ পর্যন্ত ১১০টি মোবাইল মেডিকেল ইউনিট জনগণের পরিষেবায় নিযুক্ত করা হয়েছে ও শীঘ্র আরও ১০০ টি ইউনিট ওই পরিষেবার সঙ্গে সংযুক্ত করা হবে।
মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, - আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজকের এই দিনে শিবিরগুলিতে আগত মানুষের সংখ্যা সবেমাত্র ২০ দিন পার করেছে। এর মধ্যেই ১ লাখের গণ্ডি অতিক্রম করেছে।
শত শত দরিদ্র ও অভাবী মানুষ এই শিবিরগুলোতে পৌঁছে ল্যাব টেস্ট, ইসিজি এবং ইউএসজি-সহ প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পেয়েছে, বিশেষত বয়স্ক মানুষ এবং মহিলারা উপকৃত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত