
উদয়পুর (ত্রিপুরা), ৩ ডিসেম্বর (হি.স.) : পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে ত্রিপুরা সরকারের উদ্যোগে গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায় নির্মিত সি.এন.জি. স্টেশনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, এই স্টেশন চালু হওয়ায় যানচালকরা যেমন সহজে সাশ্রয়ী জ্বালানি পাবেন, তেমনি পি.এন.জি.-এর মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি নিরবচ্ছিন্ন রান্নার গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে সিলিন্ডারের উপর নির্ভরতা কমে গৃহস্থালির নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দুই-ই বৃদ্ধি পাবে।
মুখ্যমন্ত্রী জানান, সি.এন.জি. ও পি.এন.জি. আধুনিক বিশ্বের সবচেয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব জ্বালানি। সি.এন.জি.চালিত যানবাহনে কার্বন নিঃসরণ কমবে এবং পরিবহন ব্যবস্থায় পরিবেশবান্ধব পরিবর্তন আসবে। পাশাপাশি, এই স্টেশনকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, রাজ্যের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের আধুনিক জ্বালানি অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে যুক্ত দফতর, প্রকৌশলী ও কর্মীদের তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই স্টেশন চালু হওয়ায় খিলপাড়া এবং সমগ্র জেলার মানুষ উপকৃত হবেন। যানচালকরা সহজে গ্যাস পেয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, রাজ্যের প্রতিটি জেলায় ধাপে ধাপে সি.এন.জি. স্টেশন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই স্টেশন নির্মাণে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে প্রমুখ। টি.এন.জি.সি.এল.-এর এম.ডি. প্রলয় পাত্রা অতিথিদের স্বাগত জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ