
ফতেহাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানার ফতেহাবাদে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা । দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জাখালের মায়োন্ড খুর্দ গ্রামে। দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়। নিহতের নাম বলজিৎ সিং (৪২)। তিনি মায়োন্ড খুর্দের বাসিন্দা ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বলজিৎ সোমবার রাতে সড়কের ধার ধরে হাঁটছিলেন । সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবাহী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা মারে । গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চালক পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় । এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার । তাঁরা পুলিশের কাছে সঠিক বিচারের দাবি জানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক