ইন্দোরে চকোলেট কারখানায় ভয়াবহ আগুন, প্রাণহানির খবর নেই
ইন্দোর, ৩০ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোর শহরের লাসুদিয়া এলাকায় এমআর ১১-এর সংলগ্ন একটি চকোলেট কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্র লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দূর থেকেও দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিন
ইন্দৌরে চকোলেট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণহানির খবর নেই


ইন্দোর, ৩০ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোর শহরের লাসুদিয়া এলাকায় এমআর ১১-এর সংলগ্ন একটি চকোলেট কারখানায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্র লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দূর থেকেও দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে কারখানার ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এই অগ্নিকাণ্ডে কারখানায় উপস্থিত তিনজন কর্মী আহত হন। তবে কোনও প্রাণহানির খবর নেই।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,লাসুদিয়া মোরি এলাকার কেমকো চকোলেট কারখানায় তে দুপুর প্রায় ১টার সময় আগুন লাগার খবর আসে। কারখানার পিছনের অংশ থেকেই আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কারখানা মালিকের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও সংশ্লিষ্ট ভবনটি নিয়ে আদালতে মামলা চলছিল এবং আগেই সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, কারখানাটি বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল এবং সেখানে কোনও উৎপাদনের কাজ হচ্ছিল না। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande