
আগরতলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : ফুটবল মাঠে মেয়েদের অংশগ্রহণ এখন চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। ক্রীড়া দক্ষতায় তারা ছেলেদের সমানভাবে এগিয়ে চলেছে—উমাকান্ত একাডেমি মাঠে মঙ্গলবার সন্ধ্যায় চৌধুরী চরণ সিং মহিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে এমন মন্তব্যই করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পাশাপাশি তিনি এই প্রতিযোগিতা প্রতিবছর নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান সংগঠকদের প্রতি।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং বৈকুন্ঠনাথ তারক ভূষণ মেমোরিয়াল ট্রাস্ট (বিটিএম)-এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে গোমতী ও ঊনকোটি জেলা মুখোমুখি হয়। ম্যাচ শুরুর আগে রাজ্যপাল দুই দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের সঙ্গে পরিচিত হন এবং চৌধুরী চরণ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, বিটিএম-এর সভাপতি প্রণব রায় সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ