অ্যাঞ্জেল চাকমার খুনিদের ফাঁসির দাবি
শিলচর (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : দেরাদুনে ত্রিপুরার এমবিএ ছাত্র অ্যাঞ্জেল চাকমাকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর-পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক ড. হারাণ দে
অ্যাঞ্জেল চাকমা (ফাইল ফটো)


শিলচর (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : দেরাদুনে ত্রিপুরার এমবিএ ছাত্র অ্যাঞ্জেল চাকমাকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর-পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি স্বার্থ সুরক্ষা পরিষদ।

পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক ড. হারাণ দে প্রতিভাবান মেধাবী ছাত্ৰ অ্যাঞ্জেল চাকমাকে খুনের সঙ্গে জড়িত দোষীদের ফাঁসির দাবি করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের ছাত্ররা দেশের কিছু জায়গায় গেলে ‘চীনা’ বলে উত্ত্যক্ত করা হয়, এ ধরনের আচকরণ খুবই পরিতাপের বিষয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, অ্যাঞ্জেল চাকমার হত্যার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, দোষীদের মধ্যে একজন নেপালের অধিবাসী। সে নেপালে পালিয়ে গেছে। তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 
 rajesh pande