
সোনামুড়া (ত্রিপুরা), ৮ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার উদ্যোগে সোমবার পরিচালিত হল চলতি বছরের সবচেয়ে বড় গাঁজা বিরোধী অভিযান। যৌথ বাহিনীর উপস্থিতিতে জগৎ রামপুর এডিসি ভিলেজ ও কালী কৃষ্ণনগর এলাকার ঘন জঙ্গলে মোট ২১টি প্লটে প্রায় এক লক্ষের কাছাকাছি গাঁজা গাছ ধ্বংস করা হয়।
অভিযানে অংশ নেয় ৬৯ নম্বর ব্যাটেলিয়নের অধীন নিউ নিদয়া ও কৈয়াটিলা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। পাশাপাশি টিএসআর–এর সদস্যসহ মোট দেড় শতাধিক নিরাপত্তা কর্মী। প্রথম পর্যায়ে জগৎ রামপুর এডিসি ভিলেজের জঙ্গলে ১১টি প্লট থেকে গাঁজা গাছ নষ্ট করা হয়। এরপর কালী কৃষ্ণনগরের জঙ্গলে আরও ১০টি বাগান ধ্বংস করা হয়।
গাঁজা গাছ কেটে এক স্থানে জড়ো করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। যাত্রাপুর থানার ওসি জানান, এটি চলতি বছরের সবচেয়ে বড় অভিযান। তিনি আরও বলেন, সুযোগ মিললেই এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ