
কদমতলা (ত্রিপুরা), ৮ ডিসেম্বর (হি.স.) : হেরোইন সহ দক্ষিণ কদমতলায় গ্রেফতার এক নেশা কারবারি। তার নাম আম্বর আালী। সোমবার তাকে কদমতলা থানার পুলিশ আদালতে সোপর্দ করেছে।
রবিবার গভীর রাতে টহলদারির সময় উত্তর ত্রিপুরা জেলার দক্ষিণ কদমতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। টহলরত কদমতলা থানার পুলিশ অফিসার রিমুলাং চাকমা যুবকের আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে যুবকের প্যান্টের পকেট থেকে সাবান কেসে লুকিয়ে রাখা হেরোইনের একটি কেস উদ্ধার হয়। উদ্ধার হওয়া হেরোইনের ওজন প্রায় ৩৮ গ্রাম। পুলিশের দাবি, এর কালোবাজারি মূল্য আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকা।
ঘটনার খবর পেয়ে কদমতলা থানার অফিসার-ইন-চার্জ, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম আম্বর আলী (২৫)। তিনি দক্ষিণ কদমতলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে।
এ ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে সোমবার ধৃতকে ধর্মনগর জেলা দায়রা আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। এদিকে, এলাকায় সক্রিয় মাদকচক্রের বিরুদ্ধে আরও জোরদার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ