ঢাকা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের মঙ্গল ও কল্যাণের স্বার্থে সকলকে জোটবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, মানুষের মঙ্গল ও কল্যাণই ধর্ম। তাই সবাইকে দেশের মঙ্গলের স্বার্থে কাজ করতে হবে।
আজ সোমবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সরস্বতী পূজা উপলক্ষ্যে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন এই সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। দেশটা আমাদের, এ দেশের উন্নয়ন আমরা সকলেই চাই। সরকারের উন্নয়নমূলক কাজে ধর্ম, বর্ণ, গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা সবার মধ্যে জাগ্রত রাখতে হবে। তা হলেই বাংলাদেশের পরিবর্তন সম্ভব।
অনুষ্ঠানে মঙ্গলালোক শীর্ষক একটি স্মরণিকা উন্মোচন করা হয়। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্যদের হাতে চেক তুল দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস