ব্রাউন সুগার সহ বাগবাসায় গ্রেফতার সোনামুড়ার দুই যুবক
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার নাকা পয়েন্টে৷ মঙ্গলবার পুলিশ ধৃত দুই যুবককে আদালতে সোপর্দ করেছে তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে৷ মঙ্গলবার পুলিশ জান
গ্রেফতার


চুড়াইবাড়ি (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার নাকা পয়েন্টে৷ মঙ্গলবার পুলিশ ধৃত দুই যুবককে আদালতে সোপর্দ করেছে তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে৷

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে এএস-১০এ-২০৭৫ নম্বরের একটি অল্টো গাড়ি বাগবাসা নাকা পয়েন্টে আসার পর পুলিশ গাড়িটিতে তল্লাসি চালায়৷ গাড়ির চালকের সিটের নিচে গোপন চেম্বারের হদিশ পায়৷ সেখানে পাঁচটি বাক্সে ৫৩ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়৷ ধৃতদের নাম সাহিব আখতার (২৫) এবং মুশারফ হুসেন (২৩)৷ তাদের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার রাঙামাটি গ্রামে৷ প্রাথমিক জিজ্ঞাসাদের পর পুলিশ জানিয়েছে তারা বহিঃরাজ্য থেকে এই নেশা সামগ্রী ত্রিপুরায় নিয়ে এসেছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande