কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনা জিতল উরুগুয়ের বিরুদ্ধে
লুকো, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : উরুগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা রোমাঞ্চকর ম্যাচটি জিতে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে পা বাড়ালো। গ্রুপ পর্বে তারা তুলে নিলো টানা দ্বিতীয় জয়। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শনিবার রোমাঞ্চকর ম
কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনা জিতল উরুগুয়ের বিরুদ্ধে


লুকো, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : উরুগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা রোমাঞ্চকর ম্যাচটি জিতে কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে পা বাড়ালো। গ্রুপ পর্বে তারা তুলে নিলো টানা দ্বিতীয় জয়। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শনিবার রোমাঞ্চকর ম্যাচে উরুগুয়েকে ৪-৩ এ হারাল মেসির উত্তরসূরীরা।

শুরু থেকে আর্জেন্টিনার আধিপত্য ছিল। প্রথমার্ধের ৩৮ মিনিটে প্রথম গোলটি পায় আর্জেন্টিনা। বক্সে ঢুকে এচেভেরি উরুগুয়ের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জড়ান জালে। ১০ মিনিট পর এচেভেরি আবারও গোল করেন ক্যারিজোর পাস দখলে নিয়ে পেনাল্টি এরিয়া থেকে। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ফের দাপট আলবিসেলেস্তেদের। ৫২ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন আগের দুই গোলে আসিস্ট করা ক্যারিজো। প্রতিপক্ষের ৩ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোল করেন এই তরুণ স্ট্রাইকার। ৬০ মিনিটে একটি গোল শোধ করে উরুগুয়ের হোয়াকিন লাভেগা। কিন্তু ৮ মিনিট পর আবারও উরুগুয়েকে ক্যারিজো গোল দেন আক্রমণে উঠে আসা এচেভেরি পাস থেকে বল পেয়ে।

৬৯ মিনিটের মধ্যে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে একপ্রকার জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। তবে লড়াইটা জমে উঠে এরপরই। ৭৫তম মিনিটে আগাজির ক্রস গোলমুখে পেয়ে বল জালে জড়ান লাভেগা। ১১ মিনিট পর কোর্দেরোর পাস বক্সে বল পেয়ে আর্জেন্টাইন গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বল পাঠান পিকার্দো। ম্যাচের নির্ধারিত সময়ের তখনও ৪ মিনিট বাকি। তাতে কিছুটা চাপে পড়ে যায় মেসির উত্তরসূরীরা। তবে শেষ কয়েক মিনিটে আর কোনও চমক দেখাতে পারেননি উরুগুয়ে। তাতে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande