রবিবার ক্রিকেটার জেমস লেকারের জন্মদিন 
কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): জেমস জিম চার্লস লেকার। বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি এই ক্রিকেটারের জন্ম ৯ ফেব্রুয়ারি ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড এলাকায়। ১৯৫৬ সালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত লেকারের খেলা নামে পরিচিত টেস্টে জিম বার্ক বাদে ১৯
কিংবদন্তি ক্রিকেটার জেমস লেকার স্মরনে


কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): জেমস জিম চার্লস লেকার। বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি এই ক্রিকেটারের জন্ম ৯ ফেব্রুয়ারি ইয়র্কশায়ারের ব্র্যাডফোর্ড এলাকায়।

১৯৫৬ সালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত লেকারের খেলা নামে পরিচিত টেস্টে জিম বার্ক বাদে ১৯ উইকেট দখল করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে চিরস্মরণীয় হয়ে আছেন লেকার। তার এই অসম্ভব পারফরমেন্সের ফলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছিল।পরবর্তীকালে প্রথিতযশা এই অফ-স্পিনার ধারাবাহিকভাবে সাফল্য লাভ করেছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেট দল সারেকে সাতবার ধারাবাহিকভাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়েছেন।

লেকার কেরিয়ারে ১৯৪৮ থেকে ১৯৫৯ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৪৬টি টেস্ট খেলেছেন। ২১.২৪ রান বোলিং গড়ে ১৯৩ উইকেট লাভ করেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ১৮.৪১ গড়ে ১,৯৪৪টি উইকেট দখল করেন।

১৯৫২ সালে তিনি পাঁচজন ক্রিকেটারের একজনরূপে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা লাভ করেন। ২৩ আগস্ট, ২০০৯ তারিখে জ্যাক হবস ও লেন হাটনের সাথে তাকেও আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

১৯৮৬ সালের ২৩ এপ্রিল ৬৪ বছর বয়সে উইম্বলডনের পার্কসাইড ক্লিনিকে মারা যাওয়ার সময় লেকার বিবিসিতে কর্মরত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande