সিডনি, ১১ মার্চ (হি.স.) : ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার জানায়, প্রথম টেস্ট ম্যাচের ১৫০তম বার্ষিকী উপলক্ষে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি ২০২৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দিন-রাত্রির খেলা হিসেবে হবে। এমসিজি, ১৮৭৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট এবং ১০০ বছর পর এই দুই দলের মধ্যে শতবর্ষ পূর্তির ম্যাচটি আয়োজন করেছিল। স্বাগতিকরা উভয় ম্যাচই ৪৫ রানে জিতেছিল।
অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ছুটির বাইরে ১৫০তম বার্ষিকী এই ম্যাচটি ১১-১৫ মার্চ অনুষ্ঠিত হবে। এমসিজি ক্রিকেট গ্রাউন্ডে এক লক্ষ ধারণক্ষমতার ভেন্যুতে ফ্লাড লাইটে ম্যাচটি হবে, যা প্রথম পুরুষদের টেস্ট ম্যাচ হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এক বিবৃতিতে মঙ্গলবার বলেছেন , এটি দুর্দান্ত ক্রিকেট ইভেন্টগুলির মধ্যে একটি হবে। আর আলোর নিচে খেলা আমাদের খেলার সমৃদ্ধ ঐতিহ্য এবং টেস্ট ক্রিকেটের আধুনিক বিবর্তন উভয়ই উদযাপনের একটি দুর্দান্ত দৃষ্টান্ত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি