দুবাই, ১১ মার্চ (হি.স.) : ভারতের দীপ্তি শর্মা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরকে ছাড়িয়ে এক ধাপ এগিয়ে মঙ্গলবার আইসিসির সর্বশেষ মহিলা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছেন। ২৭ বছর বয়সি দীপ্তি শর্মা এখন ৩৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। আর শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। দীপ্তি টি-২০ অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে এবং ওয়ানডে বোলিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্মেন্সের পর শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় অলরাউন্ডার চামারি আথাপাথুও দুই ধাপ এগিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে পৌঁছেছেন। ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে, স্মৃতি মান্ধানা শীর্ষ দশে একমাত্র ভারতীয় হিসেবে রয়ে গেছেন, দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ডের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। ন্যাট সায়ভার-ব্রান্ট এখন তৃতীয় স্থানে রয়েছেন, তিনি আথাপাথুকে ছাড়িয়ে গেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি