মহিলা টি-২০ বিশ্বকাপ : বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের সূচনা
বুয়েনস আইরেস, ১১ মার্চ (হি.স.) : সোমবার বুয়েনস আইরেসে ২০২৬ এর মহিলা টি-২০ বিশ্বকাপের আমেরিকা রিজিয়নের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়েছে ব্রাজিল। টস জিতে ব্রাজিলকে ব্যাটিংয়ে পা
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ : বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের শুভসূচনা


বুয়েনস আইরেস, ১১ মার্চ (হি.স.) : সোমবার বুয়েনস আইরেসে ২০২৬ এর মহিলা টি-২০ বিশ্বকাপের আমেরিকা রিজিয়নের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়েছে ব্রাজিল। টস জিতে ব্রাজিলকে ব্যাটিংয়ে পাঠায় আর্জেন্টিনা। ব্রাজিল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করে। জবাবে আর্জেন্টিনা ১৫.১ ওভারে মাত্র ৪৪ রানেই শেষ হয়ে যায়। স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতিতে এই অঞ্চলের বাছাই পর্বের শীর্ষ দল যাবে বাছাই পর্বের গ্লোবাল রাউন্ডে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande