উত্তরপূর্বীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের পর্যালোচনা অমিত শাহের
উত্তরপূর্বীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের পর্যালোচনা অমিত শাহের
পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


অসম সরকারের প্রকাশিত নতুন ফৌজদারি আইন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস অ্যান্ড রুলস শীর্ষক বই উন্মোচনের মুহূর্ত


গুয়াহাটি, ১৬ মাৰ্চ (হি.স.) : উত্তরপূর্বীয় রাজ্যগুলির সব মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চস্তরীয় বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রবিবার বিকালে কোকরাঝাড় থেকে গুয়াহাটি এসে এখানকার হোটেল রেডিসন ব্লু-তে উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ভারতে তিনটি নতুন প্রচলিত ফৌজদারি আইন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস), ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস) এবং ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম’ (বিএসএ)-এর বাস্তবায়ন মূল্যায়ন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।

যে সকল মুখ্যমন্ত্ৰীর সঙ্গে বৈঠক করেছেন তাঁরা যথাক্রমে অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, ত্রিপুরার ডা. মানিক সাহা, নাগাল্যান্ডের নেইফিউ রিও, মেঘালয়ের কনরাড কে সাংমা, মিজোরামের লালদুহোমা, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু, সিকিমের প্ৰেম সিং তামাং, কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপনকুমার ডেকা, ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরঅ্যান্ডডি)-এর মহাপরিচালক রাজীবকুমার শর্মা সহ কেন্দ্রীয় সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

মণিপুরে যেহেতু রাষ্ট্রপতি শাসন চলছে, তাই মণিপুরের প্রতিনিধিত্ব করেছেন রাজ্যপাল অজয়কুমার ভাল্লা। এছাড়া ছিলেন অসমের পুলিশ-প্রধান ড. হরমিত সিং সহ উত্তরপূর্বীয় পাঁচ রাজ্যের ডিজিপি এবং একাধিক রাজ্যের মুখ্যসচিব। অনিবাৰ্য কারণবশত স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে আসতে পারেননি মিজোরাম, অরুণাচাল প্রদেশ এবং মণিপুরের পুলিশ-প্রধান।

প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ-প্রধানরা নতুন আইন প্রণয়নের বিষয়ে আপডেট উপস্থাপন করেছেন। সংশ্লিষ্ট রাজ্যের প্রধানরা পুলিশি পদ্ধতি, বিচার প্রক্রিয়া, মামলা এবং ফরেনসিক তদন্তে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরেছেন বৈঠকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজকের আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বৈঠক শুরু করেছেন। সবার উপস্থাপনের পর অমিত শাহ আসাম ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কর্তৃক সংকলিত এবং অসম সরকারের প্রকাশিত ‘নতুন ফৌজদারি আইন : স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস অ্যান্ড রুলস’ শীর্ষক একটি বই প্রকাশ করেছেন।

ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরঅ্যান্ডডি)-এর মহাপরিচালক রাজীবকুমার শর্মা উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যে তিনটি আইন বাস্তবায়নের অগ্রগতির ওপর সংক্ষিপ্ত চূড়ান্ত উপস্থাপন করেছেন।

সব শেষে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারীরা অন্তর্দৃষ্টি বিনিময়ের পাশাপাশি উদ্বেগের সমাধানসূত্ৰ খুঁজেছেন। আলোচনায় কেন্রীশতয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ তিনটি আইন এবং কীভাবে সেগুলি আরও ভালোভাবে বাস্তবায়ন করা যেতে পারে সে সম্পর্কে বক্তব্য পেশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande