ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন হলেন মীরাবাই চানু
নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): অলিম্পিক রৌপ্যপদকজয়ী মীরাবাই চানু এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী এস. সতীশ কুমার ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন এবং ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। মেয়াদ চার বছর হবে। মীরাবাই ভারতের
ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথলিটস কমিশনের চেয়ারপারসন হলেন মীরাবাই চানু


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): অলিম্পিক রৌপ্যপদকজয়ী মীরাবাই চানু এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী এস. সতীশ কুমার ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন অ্যাথলিটস কমিশনের চেয়ারপার্সন এবং ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। মেয়াদ চার বছর হবে।

মীরাবাই ভারতের অন্যতম সেরা ভারোত্তোলক, যার নামে রয়েছে একাধিক জাতীয় রেকর্ড এবং ঐতিহাসিক মাইলফলক। যার মধ্যে ২০২০ সালের টোকিও অলিম্পিকে তিনি প্রথম ভারতীয় ভারোত্তোলক হিসেবে রৌপ্য পদক জিতেছিলেন, যা দেশের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। এর আগে, ২০১৭ সালে তিনি ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জিতেছিলেন।

সতীশ ২০১৮ সালে গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন। এটি তার টানা দ্বিতীয় কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমন ওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande