সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ জারি, কাশ্মীরে ভেঙে দেওয়া হল আরও দুই জঙ্গির বাড়ি
শ্রীনগর, ২৭ এপ্রিল (হি.স.): আরও দুই জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল জম্মু ও কাশ্মীরে। শোপিয়ানের জাইনাপোরার ওয়ান্দিনায় সক্রিয় জঙ্গি আদনান সোফির বাড়ি ভেঙেগুঁড়িয়ে দেওয়া হয়েছে। আদনান এক বছর আগেই সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিল। আবার জম্মু ও কাশ্মীরে
সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ জারি, কাশ্মীরে ভেঙে দেওয়া হল আরও দুই জঙ্গির বাড়ি


শ্রীনগর, ২৭ এপ্রিল (হি.স.): আরও দুই জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হল জম্মু ও কাশ্মীরে। শোপিয়ানের জাইনাপোরার ওয়ান্দিনায় সক্রিয় জঙ্গি আদনান সোফির বাড়ি ভেঙেগুঁড়িয়ে দেওয়া হয়েছে। আদনান এক বছর আগেই সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিল। আবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার চোটিপোরায় আরও এক সন্ত্রাসীর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।

পহেলগামে জঙ্গি হামলার পর কাশ্মীর জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। গত ৪৮ ঘণ্টাতেই অন্তত ছয় জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, কুলগাম— নানা জায়গায় জঙ্গিদের বাড়ি ভাঙার কাজ শুরু করেছে নিরাপত্তাবাহিনী। এবার আরও দুই জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande