পাথারকান্দি (অসম), ৩ এপ্রিল (হি.স.) : এবার প্রথমবারের মতো শ্রীভূমি জেলা পরিষদ আসনে পাথারকান্দির ইচ্ছুক প্রার্থীরা নিজেদের মনোনয়ন পাথারকান্দি সমজেলা কার্যালয়ে জমা দিতে পারবেন। পাথারকান্দি সমজেলা কার্যালয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন গ্রহণ হবে ১১ এপ্রিল পর্যন্ত।
আজ বৃহস্পতিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের এক প্রস্তুতি বৈঠকে পাথারকান্দি সমজেলা কার্যালয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে কাছে এ কথা জানান সমজেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্বাম। তিনি বলেন, ১২ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। ওইদিন সন্ধ্যায় প্রার্থীদের চূড়ান্ত তথা বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
পাথারকান্দির সার্কল অফিসার বলীন বাবা বালারিকে পাশে বসিয়ে সমজেলা আয়ুক্ত আরও বলেন, এবার চারটি জেলা পরিষদ আসনের জন্য নির্বাচনে লড়তে ইচ্ছুক প্রার্থীরা পাথারকান্দি সমজেলা কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন দিতে পারবেন। একইভাবে আঞ্চলিক সদস্য পদে ইচ্ছুক প্রার্থীরা পাথারকান্দি ও লোয়ারপোয়া খণ্ড উন্নয়ন কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন জমা দিতে পারবেন। তাছাড়া গ্রাম পঞ্চায়েত স্তরে ইচ্ছুক প্রতিদ্বন্দ্বীরা পাথারকান্দি উন্নয়ন খণ্ডের অধীন পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুল ও লোয়ারপোয়া উন্নয়ন খণ্ডের অধীন ৩২ নম্বর লোয়ারপোয়া এলপি স্কুলে নিজ নিজ মনোনয়ন জমা দিতে হবে।
সমজেলা আয়ুক্ত আরও বলেন, এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এই সমজেলার অধীনে মোট ভোটার রয়েছেন ১,৭১,৪১৬ জন। এর মধ্যে পুরুষ ৮৬,৯৪৯ জন, মহিলা ৮৪,৪৬৩ এবং চারজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার।
মোট ভোটকেন্দ্র রয়েছে ২৪৫টি। এর মধ্যে লোয়ারপোয়া জেলা পরিষদের অধীন ৬৮টি, চাঁদখিরা জেলা পরিষদের অধীন ৫৩টি, কানাইনগর-ফাকুয়া জেলা পরিষদের অধীন ৫৩টি এবং সবচেয়ে বৃহৎ রাধাপ্যারি জেলা পরিষদের অধীন মোট ৭১টি ভোটকেন্দ্র রয়েছে। এই সমজেলায় অবাধ ও সুষ্ঠু ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সমজেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরাম্বাম বলেন, গতকাল সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার অলক কুমার অসমে দুই দফায় নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে সরকারিভাবে অধিসূচনা জারি হয়ে গেছে। প্রথম দফায় বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় পঞ্চায়েত ভোট হবে ২ মে। ফলাফল ঘোষণা ১১ মে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস