বিভিন্ন দাবিতে পেঁচারথল ব্লকে ডেপুটেশন বামপন্থী উপজাতি সংগঠনগুলির
কুমারঘাট (ত্রিপুরা), ৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরার সর্বত্রই বিভিন্ন সমস্যায় দিন কাটছে গ্রাম পাহাড়ের মানুষের। প্রশাসনিক উদাসীনতায় মৌলিক চাহিদা পূরনণ ব্যার্থ সরকার। এমনই অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর। জনস্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে এব
ডেপুটেশন


কুমারঘাট (ত্রিপুরা), ৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরার সর্বত্রই বিভিন্ন সমস্যায় দিন কাটছে গ্রাম পাহাড়ের মানুষের। প্রশাসনিক উদাসীনতায় মৌলিক চাহিদা পূরনণ ব্যার্থ সরকার। এমনই অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর। জনস্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে এবারে মাঠে নামল সিপিআইএম এর বিভিন্ন উপজাতি সংগঠন।

ঊনকোটি জেলার পেঁচারথল ব্লক এলাকার ষোলোটি ভিলেজ কমিটির সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে দশ দফা দাবির ভিত্তিতে এবারে পেঁচারথল ব্লকে যৌথভাবে স্মারক লিপি দিল তিন উপজাতি বাম সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদ, উপজাতি ছাত্র ইউনিয়ন এবং উপজাতি যুব ফেডারেশনের পেঁচারথল, মাছমারা ও নবিনছড়া অঞ্চল কমিটি।

উপস্থিত ছিলেন, উপজাতি গণমুক্তি পরিষদ মাছমারা অঞ্চল কমিটির সম্পাদক দেববাহুন চাকমা, উপজাতি যুব ফেডারেশন মাছমারা অঞ্চল কমিটির সম্পাদক যুব মোহন রিয়াং, যুব সংগঠনের পেঁচারথল অঞ্চল সম্পাদক শ্যামল চাকমা সহ অন্যান্যরা। স্মারক লিপি হাতে পেয়ে ব্লক আধিকারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান উপজাতি গণমুক্তি পরিষদ নেতা দেববাহুন চাকমা।

জাত ইস্যুতে বিধানসভায় রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ কতৃক বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীকে বাক্যবানে আক্রমনের ঘটনাকে জনজাতি সম্প্রদায়ের অপমান হিসেবে দাবি করে মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ ও তাঁকে ক্ষমা চাওয়ার বিষয়টি সর্বপ্রথম স্থান পায় দাবি সনদের পাতায়।

এছাড়াও পেঁচারথল ব্লক এলাকায় সমস্ত রেগা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান সহ চাকমা সম্প্রদায়ের বিশেষ উৎসব বিজু মেলার আগে পর্যাপ্ত কাজ প্রদান করা, ব্লক এলাকার জল সঙ্কটে থাকা গ্রামগুলিতে জলের ব্যাবস্থা করা, এলাকায় বিদ্যুৎ সমস্যা নিরসন করা ও মাছমারা এলাকায় বিদ্যুৎ সাবডিভিশন ও কৃষ্ণটিলায় নিগমের কল অফিস স্থাপন করা, এলাকার কয়েকটি রাস্তাকে পিচ রাস্তায় উন্নিত করা, গ্রাম সংসদের মাধ্যমে এলাকার গৃহহীনদের প্রধানমন্ত্রী গৃহ নির্মান প্রকল্পের আওতায় আনা সহ এধরনের আরো দাবীসমূহের একটি তালিকা বৃহষ্পতিবার সংশ্লিষ্ট ব্লকের বিডিও সাগর দেব্বর্মার কাছে তুলে দেন বাম নেতৃত্বের পাঁচজনের এক প্রতিনিধি দল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande