জুরিখ, ৩ এপ্রিল (হি.স.) : শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের সঙ্গে বাংলাদেশ ম্যাচ ড্র। এর প্রভাব পড়ল ফিফা র্যাঙ্কিংয়ে। ওই ড্রই বাংলাদেশকে বৃহস্পতিবার ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দিয়েছে। ১৮৫ থেকে এখন ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ৫.৩৫ পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। আর তুলনামূলকভাবে শক্তিশালী ভারত ড্র করে এক ধাপ পিছিয়ে পড়েছে। এশিয়ান কাপে বাংলাদেশের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে র্যাঙ্কিংয়ে ১২৬ নম্বরে ছিল সুনীল ছেত্রীর ভারত। এখন ভারত এক ধাপ নেমে চলে গেছে ১২৭ নম্বরে। ভারতের পয়েন্ট কমেছে -১.৫৯।
আর র্যাঙ্কিংয়ে শীর্ষ দলের সব দলই শীর্ষ দশেই আছে। কেবল স্পেন (২) ও নেদারল্যান্ডসের (৬) একধাপ করে উন্নতি করেছে। আর ফ্রান্স (৩) পর্তুগালের (৭) একধাপ করে অবনতি হয়েছে। ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে যথারীতি সবার শীর্ষে আর্জেন্টিনা। ব্রাজিল আছে ৫ নম্বরে। ইংল্যান্ড ৪, বেলজিয়াম ৮, ইতালি ৯ ও জার্মানি আছে ১০ নম্বরে। এবার সবচেয়ে বেশি উন্নতি করেছে মায়ানমার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ৭ ধাপ উন্নতি করেছে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি