গুয়াহাটি, ৩ এপ্রিল (হি.স.) : রাজ্যের আমলাস্তরে বড়সড় রদবদল ঘটিয়েছে অসম সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য বদলি হয়েছেন অসমের অর্থ দফতরের সচিব আইএএস লায়া মাদ্দুরি। রাজ্য প্রশাসন থেকে লায়া মাদ্দুরিকে অব্যাহতি দিয়ে ভারত সরকারের হাতে তুলে দিয়েছে অসম সরকার। দিল্লিতে তাঁকে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বিষয়ক দফতরের অধিকর্তা পদে নিয়োজিত করা হবে।
২০১০ ব্যাচের আইএএস লায়া মাদ্দুরি অসম সরকারের অর্থ বিভাগের সচিব পদের পাশাপাশি আসাম ফিনানশিয়াল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বও পালন করছিলেন। অসমে আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি তাঁর নতুন পদের দায়িত্ব নেবেন।
এছাড়া অসম প্রশাসনে আরও যে সব পদে রদবদল হয়েছে সেগুলি যথাক্রমে – গোলাঘাট জেলা পরিষদের সিইও অনন্তকুমার গগৈ (এসিএস)-কে বদলি করা হয়েছে মরিগাঁও জেলা পরিষদের সিইও করে৷
দিতিমণি পেগু (এসিএস)-কে মাজুলির জেলা পরিষদের সিইও এবং মাজুলি সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) থেকে শ্রম কল্যাণ বিভাগের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।
বিপুলকুমার দাস (এসিএস)-কে যোরহাট জেলা পরিষদের সিইও থেকে স্থানান্তর করা হয়েছে গোলাঘাট জেলা পরিষদে।
সঞ্জীবকুমার বরা (এসিএস) মাজুলি জেলা পরিষদের সিইও এবং মাজুলি ইউনিভার্সিটি অব কালচারের রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
শোণিতপুরের অতিরিক্ত জেলা কমিশনার গর্গমোহন দাস (এসিএস) বদলি হয়েছেন কামরূপের অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে।
নিউ গুয়াহাটি, কামরূপ (মেট্রো)-এর কো-ডিস্ট্রিক্ট কমিশনার প্রিয়াংশু ভরদ্বাজ (এসিএস)-কে কামরূপে অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে বদলি করা হয়েছে৷
অশ্বিন নামপুই (এসিএস)-কে ২০ মার্চ (২০২৫) জারিকৃত পূর্ববর্তী বিজ্ঞপ্তি বাতিল করে অসম সরকারের উপজাতি বিষয়ক (পি) বিভাগের উপ-সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
নীতিশা বরা (এসিএস)-কে নলবাড়ির অতিরিক্ত জেলাশাসক থেকে মরিগাঁওয়ের অতিরিক্ত জেলাশাসক হিসেবে বদলি করা হয়েছে।
কমল বরুয়া (এসিএস) কামরূপের অতিরিক্ত জেলাশাসক থেকে বদলি হয়েছেন জাগিরোডের কো-ডিস্ট্রিক্ট কমিশনার পদে।
বিমান দাস (এসিএস)-কে জাগিরোডের কো-ডিস্ট্রিক্ট কমিশনার থেকে অতিরিক্ত জেলাশাসক পদে বাকসায় বদলি করা হয়েছে।
চিন্ময় পাঠক (এসিএস)-কে তিনসুকিয়ার অতিরিক্ত জেলাশাসক থেকে বদলি করা হয়েছে অসম সরকারের পাৰ্সোনাল বিভাগের উপ-সচিব পদে।
ধরিত্রী কাকতি আমফি (এসিএস) বরপেটার সহকারী কমিশনার থেকে বাকসার সহকারী কমিশনার পদে স্থানান্তরিত।
কৃতার্থ নিওগ (এসিএস) অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যোরহাট থেকে বদলি হয়েছেন তিনসুকিয়া জেলার ডুমডুমায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে।
বর্ষা তালুকদার (এসিএস), শোণিতপুরের ন-দুয়ারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে ডিব্রুগড়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে বদলি হয়েছেন।
মনজিৎ ডলি (এসিএস), তিনসুকিয়া জেলান্তর্গত ডুমডুমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে যোরহাটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে বদলি করা হয়েছে৷
এই রদবদলের মধ্যে জেলা জুড়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনারদের বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। যার ফলে তৃণমূল পর্যায়ে উন্নত প্রশাসনিক তত্ত্বাবধান এবং সুশাসন নিশ্চিত করা যাবে বলে মনে করছে রাজ্য প্রশাসন।
লায়া মাদ্দুরি আইএএসকে ভারত সরকারের কাছে হস্তান্তর করায় জাতীয় নীতিনির্ধারণে অসমের ক্রমবর্ধমান অবদানের বিষয় স্পষ্ট হয়েছে। কৌশলগত আমলাতান্ত্রিক নিয়োগের মাধ্যমে গতিশীল নেতৃত্ব এবং দক্ষ প্রশাসনের ওপর রাজ্য সরকারের জোর দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস