কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): যাঁরা ন্যায্য ভাবে বঞ্চিত হয়েছেন, তাঁদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। সুপ্রিম কোর্টের রায়ের পর বৃহস্পতিবার হতাশ শিক্ষকদের আশ্বস্ত করে এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারাদের আশ্বাস দিয়ে বলেন, “কেউ যেন মানসিক চাপ না নেন। তিনি শুনেছেন অনেকেই মানসিকভাবে বিধ্বস্ত। বোঝানোর চেষ্টা করেন তিনিও এ ব্যাপারে যথেষ্ট সন্দিহান।” এই অবস্থার পুরো দায় বিজেপি-সিপিএম-এর ওপর চাপিয়ে তিনি বলেন, “এর জন্য যে পরিবারগুলো অচল হয়ে গেল তারা সচল থাকবে না। যদি চাকরিহারাদের কারও কিছু হয়, সেই দায়ও বিরোধীদের নিতে হবে।”
শুধু তাই নয়, স্পষ্ট করে একটা প্রশ্নও রাখেন তিনি। জিজ্ঞাসা করেন, শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেওয়াই কি বিজেপির লক্ষ্য?
বিজেপির মন্ত্রী সুকান্ত মজুমদার পোস্ট করেছেন অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে। এর জন্য নাকি আমরা দায়ী। প্রথমে যখন আপনারা মামলা করলেন তখন তো একবারও ভাবলেন না কারা যোগ্য, কারা অযোগ্য? সরকারকেও তো এই নিয়ে ভাবতে দিলেন না!
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত