শাসকদলের অবস্থান অত্যন্ত ন্যক্কারজনক, কটাক্ষ মীরাতুন নাহারের
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় দেশের শীর্ষ আদালতের রায়ে চিন্তিত শিক্ষামহল। বিচারব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন তুলছেন সমাজের শিক্ষাবিদদের একাংশ। এই অবস্থায় রাজ্যের শাসকদলের অবস্থানকে অত্যন্ত ন্যক্কারজনক ব
শাসকদলের অবস্থান অত্যন্ত ন্যক্কারজনক, কটাক্ষ মীরাতুন নাহারের


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় দেশের শীর্ষ আদালতের রায়ে চিন্তিত শিক্ষামহল। বিচারব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন তুলছেন সমাজের শিক্ষাবিদদের একাংশ। এই অবস্থায় রাজ্যের শাসকদলের অবস্থানকে অত্যন্ত ন্যক্কারজনক বলে মন্তব্য করেন শিক্ষাবিদ মীরাতুন নাহার।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, এই শিক্ষক পদপ্রার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে৷ আর সেই খেলার ক্ষেত্রে শাসকদল যে অবস্থানে রয়েছে তার ভূমিকা অত্যন্ত ন্যক্কারজনক৷ ধিক্কার জানাই এই ভূমিকাকে৷ সেই ভূমিকারই অনুসরণ করছে সম্ভবত বিচারব্যবস্থা।

তিনি বলেন, বিচারব্যবস্থার এই বেহাল দশা দেখে আমি অত্যন্ত লজ্জিত এবং অত্যন্ত চিন্তিত৷ বলতে দ্বিধাবোধ করছি তবুও বলতেই হচ্ছে যে, বিচারব্যবস্থার এই বেহাল দশা বজায় থাকায় আজকে দেশটার শিক্ষাব্যবস্থা পুরো মাত্রায় বেহাল দশায় গিয়েছে। আমার মতে, এখন সমস্ত রাজ্যবাসী ও সমস্ত সাধারণ মানুষের উঠে দাঁড়ানোর সময়। তাঁরা যদি বিক্ষোভ না দেখান, তাহলে এমনটা চলতেই থাকবে বলে আমার আশঙ্কা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande