হাইলাকান্দি জেলার জিপি গুলির মনোনয়নপত্র জমার স্থান
হাইলাকান্দি (অসম) ৩ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলার জিপি গুলির মনোনয়নপত্র জমা দেওয়ার স্থান বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রচারিত এক বিজ্ঞপ্তিতে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনস্থ ১৪
হাইলাকান্দি জেলার জিপি গুলির মনোনয়নপত্র জমার স্থান


হাইলাকান্দি (অসম) ৩ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলার জিপি গুলির মনোনয়নপত্র জমা দেওয়ার স্থান বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রচারিত এক বিজ্ঞপ্তিতে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনস্থ ১৪ টি জিপির মনোনয়নপত্র জমা দেওয়া যাবে হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে। এই ১৪টি জিপি হল মহাদেবপুর, কালিনগর,উত্তর কাঞ্চনপুর, বারনিব্রিজ ,মোহনপুর, পাইকান-তুপখানা, বাঁশডহর-সামারিকোনা, সুদর্শনপুর ,কাটাগাঁও-নিত্যানন্দপুর,

,ঘাগড়াছড়া-জোসনাবাদ,লালামুক, উমেদনগর-চন্দ্রপুর, মনাচড়া এবং রাজ্যেশ্বরপুর জিপি।

লালা আঞ্চলিক পঞ্চায়েতের অধীন ১৫ টি জিপির মনোনয়নপত্র লালা উন্নয়ন খণ্ড কার্যালয় জমা দেওয়া যাবে। এই ১৫ টি জি পি হল কাঞ্চনপুর,পশ্চিম কিত্তারবন্দ, টান্টু, ধনীপুর-ভবানীপুর, রংপুর-রামচন্ডী, নিজবার্নারপুর-সর্বানন্দপুর, জয় কৃষ্ণপুর, মাহম্মদপুর- শাহাবাদ, আপিন-দীননাথপুর, ধলাই-মলাই, প্রতাপনগর , দাড়িয়াঘাট-বলদাবলদি, পালইচড়া, জামিরা, এবং ঝালনাছড়া-কিল্লারবাক জিপি।

আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের ১৭টি জিপির মনোনয়নপত্র আলগাপুর উন্নয়ন খন্ড কার্যালয়ে জমা দেওয়া যাবে। এই জিপি গুলি হল, নারাইনপুর-বক্রিহাওর, চিপড়সাঙ্গন, চন্ডিপুর,আলগাপুর-মোহনপুর,বাঁশবাড়ি, সৈদবন্দ, ভাটিরকুপা, চানপুর-বোয়ালিপার, শিরিষপুর,নারাইনপুর,নিতাইনগর, রাঙ্গাউটি, বাহাদুরপুর,রতনপুর, বন্দুকমারা-বড়হাইলাকান্দি , ভাওয়ারঘাট এবং নিমাইচাঁদপুর জিপি।

দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খন্ডের ৭টি জিপির মনোনয়নপত্র দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয় জমা দেওয়া যাবে। এই জি পি গুলো হল নিষ্কর, মনিপুর, ধলাই বাগান, বরুণচড়া-কুকিছড়া,মহাদেবপুর-রামপুর, ঘাড়মুড়া-রামনাথপুর, এবং দত্তপুর-বাগছড়া জিপি

কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েতের অধীন ৮টি জিপির মনোনয়নপত্র কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে। এই জিপিগুলি হলো আয়নাখাল, কৈয়া, ধলছড়া, লালছড়া-বার্নারপুর, লালাছড়া, সোনা চড়া-রুপাচড়া, রাঙ্গাবাক, কাটলিছড়া এবং হরিশনগর জিপি। উল্লেখ্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট জিপি কার্যালয়ে পাওয়া যাবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande