“নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল”— পবিত্র সরকার
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বাতিল করা হল রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি। এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেলকে বাতিল করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ
“নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল”— পবিত্র সরকার


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বাতিল করা হল রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি। এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেলকে বাতিল করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

সুপ্রিম কোর্টের এই রায়ে দুঃখ প্রকাশ করলেও তাকে মেনে নেওয়ার কথা শোনা যায় শিক্ষাবিদ পবিত্র সরকারের মুখে।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমি জানি না এর বিকল্প কিছু সম্ভব ছিল কি না৷ কারণ আমি আইন জানি না। শিক্ষকদের যে চাকরি বাতিল হল তার কারণ নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে যোগ্য চাকরি বাতিল হয়েছে বলে বিচারকরা মনে করছেন তার কোনও বিকল্প পথ নেই, এটা দুঃখের ব্যাপার।”

তাঁর সংযোজন, যোগ্যদের চাকরি বাতিল হওয়াটা দুঃখের ব্যাপার ৷ অযোগ্যদের চাকরি বাতিল হওয়াটাও দুঃখের ব্যাপার। কারণ, অনেকগুলো পরিবার নির্ভর করেছিল তাঁদেরও উপর। আইনের একটা নিরপেক্ষতা থাকা দরকার। আমার সহানুভূতি আছে সকলেরই প্রতি। কিন্তু পুরো প্রক্রিয়া ছিল অবৈধ, দুর্নীতির দ্বারা কলঙ্কিত। কাজেই এখন এটা মেনে নিতে হবে। এছাড়া, আমি আর কিছু উপায় দেখিনি।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande