ফ্লোরিডা, ৩ এপ্রিল(হি.স.): গত রবিবার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে ফিলাডেলফিয়ায়ার বিরুদ্ধে গোল করে মায়ামিকে জিতিয়েছিলেন মেসি। কিন্তু আজ লস এঞ্জেলসের বিরুদ্ধে পুরো সময় খেলেও গোল পেলেন না মেসি। মায়ামি হারল ১-০ গোলে। গ্যালারিতে বসে মেসির খেলা দেখলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ও মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম।
কনকাকাফ চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটিতে ৫৭ মিনিটে একমাত্র গোলটি করেন এল সালভাদরিয়ান ফরোয়ার্ড নাথান ওরদাস বৃহস্পতিবার মেসি মাঠে দুই অর্ধ মিলিয়ে অনেক সুযোগ নষ্ট করেছেন। দুই অর্ধে তিনটি ফ্রি কিক কাজে লাগাতে পারেননি তিনি। মরশুমের ৯টা ম্যাচ অপরাজিত থাকার পর আজ হারেন মেসি। আগামী ৯ এপ্রিল মায়ামির মাঠে হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি