নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী বিলের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন তথা কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। তাঁর মতে, ওয়াকফ বিল সংবিধানের ওপর এক নির্লজ্জ আক্রমণ। কংগ্রেস সংসদীয় দল (সিপিপি)-এর সাধারণ সভায় সোনিয়া গান্ধী বলেছেন, গতকাল, লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪ পাস হয়েছে, এবং আজ এটি রাজ্যসভায় আসার কথা রয়েছে। বিলটি কার্যত বুলডোজার দিয়ে পাস করা হয়েছে। আমাদের দলের অবস্থান স্পষ্ট। বিলটি সংবিধানের উপর একটি নির্লজ্জ আক্রমণ। এটি আমাদের সমাজকে স্থায়ী মেরুকরণের অবস্থায় রাখার জন্য বিজেপির ইচ্ছাকৃত কৌশলের একটি অংশ।
উল্লেখ্য, দীর্ঘ বিতর্ক পর্বের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাস হয় সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। ব্যবধান ৫৬। মোট ভোট পড়েছে ৫২০। তেমন কোনও অশান্তি হয়নি অধিবেশনে। বৃহস্পতিবার বিল পেশ হবে রাজ্যসভায়। বুধবার লোকসভায় বিল পেশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্ষিপ্ত বক্তৃতায় সরকারের অবস্থানের কথা জানান। এর পরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ পেশ করেন ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ