নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): দীর্ঘ আলোচনা-বিতর্কপর্বের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাস হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। এই নিয়ে বুধবার সারা দিন সরগরম ছিল লোকসভা। বিলের বিরোধিতা করে সরব হয়েছেন বিরোধীরা। তবে শেষমেশ রাতে বিলটি পাস হয় লোকসভায়। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দিয়েছেন। ব্যবধান ৫৬। মোট ভোট পড়েছে ৫২০।
লোকসভায় দীর্ঘ সময় ধরে আলোচনার পরে বিলটি ভোটাভুটির মাধ্যমে পাস করানো হয়েছে। রাজ্যসভায় এই বিল পেশ হবে বৃহস্পতিবার। লোকসভার মতো রাজ্যসভাতেও বিলটি সহজেই পাস হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ