কুমারঘাট (ত্রিপুরা), ৩ এপ্রিল (হি.স.) : অবৈধভাবে গড়ে উঠা দেশীয় মদ তৈরীর কারখানায় হানা দিল ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশ। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকরায় থানা এলাকার এমড়াপাশার একটি জঙ্গলে সন্ধ্যারাতে হানা দিয়ে তারা দেখতে পায় জঙ্গলের পরিত্যাক্ত একটি ঘরে মজুত করা রয়েছে দশীয় মদ তৈরীর সরঞ্জাম। যাকে গ্রাম্য ভাষায় বলা হয় জাওয়া। তিনি জানান এদিন কয়েকটি টিন ভর্তি প্রায় আশি কেজি জাওয়া পেয়ে সেগুলি ধ্বংস করে পুলিশ। সাথে গুড়িয়ে দেয় সরঞ্জাম মজুত রাখা ঘরটিও। ধ্বংসকৃত জাওয়া থেকে প্রচুর পরিমানে দেশীয় সুরা তৈরী করা যেত। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। তবে এই ঘটনায় তৎক্ষনাত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে ফটিকরায় থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das