কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়েছে মহানগরী কলকাতা, শহর ও শহরতলিতেও অসহ্য গরম রয়েছে। আপাতত এই গরম থেকে নিস্তার মিলবে না। পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখাও মিলছে না। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দমকা হাওয়াও বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টি প্রত্যাশিত। উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ