গৃহ শিক্ষকের বাড়ি যাওয়ার পথে কিশোরীকে অপহরণ
আগরতলা, ২ মে (হি.স.) : গৃহ শিক্ষকের বাড়ি যাওয়ার পথে কিশোরীকে অপহরণ। ঘটনাটি ঘটেছে পশ্চিম জেলার আমতলি থানার অধীন রানীরখামার এলাকায়। ঘটনার ২৪ ঘন্টা পরও পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করতে পারেনি। জানা গেছে, রানীরখামার এলাকার ১৬ বছরের জনৈকা কিশোরী বৃহস্পত
আমতলি থানা


আগরতলা, ২ মে (হি.স.) : গৃহ শিক্ষকের বাড়ি যাওয়ার পথে কিশোরীকে অপহরণ। ঘটনাটি ঘটেছে পশ্চিম জেলার আমতলি থানার অধীন রানীরখামার এলাকায়। ঘটনার ২৪ ঘন্টা পরও পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করতে পারেনি।

জানা গেছে, রানীরখামার এলাকার ১৬ বছরের জনৈকা কিশোরী বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যায়। পরে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ওই কিশোরীর বাবার কাছে কল আসে যে রানীরখামার এলাকার সুখেন দাসের ছেলে অলক দাস তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে এবং আর বাড়িতে আসবে না।

এই কথা শোনার পর কিশোরীর পরিবারের লোকজন আমতলি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ অলক দাসের বাড়িতে যায়। সেখানে গিয়ে অলক দাস এবং মেয়েটিকে না পেয়ে অলক দাসের পরিবারের লোকজনদের হুশিয়ারি দেয় যাতে খুব শীঘ্রই মেয়েটিকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়।

শুক্রবার দুপুরে ওই কিশোরীর পরিবারের লোকজন আমতলি থানায় অলক দাসের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত অলক দাসের বাড়িতে যায় এবং তার পরিবারের লোকজনকে সতর্ক করে দিয়ে আসে যাতে ওই কিশোরীকে নিয়ে অলক দাস থানায় হাজির হয়। একটি অসমর্থিত সূত্রে জানা গেছে ওই কিশোরীর সাথে অলক দাসের প্রনয়ের সম্পর্ক আছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande