কলকাতা, ২০ মে (হি.স.): একাধিক ট্রেন মঙ্গলবারও বাতিল বা সেগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হল। ঠিক করা গেল না সিগন্যাল সমস্যা। চূড়ান্ত দূর্ভোগের শিকার যাত্রীরা ৷
রেলসূত্রের খবর, ১৯ মে থেকে ২৫ পর্যন্ত ১৪টি ট্রেন বাতিল থাকছে। নির্দেশিকা জারি করে আরও বলা হয়েছে ২৫ মে টাটানগর থেকে চান্ডিল, গুন্ডা বিহার এবং মুরি হয়ে হাতিয়া স্টেশন পর্যন্ত ঘুরিয়ে দেওয়া ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস।
সেইসঙ্গে ১৮৬২৭ এবং ১৮৬২৮ হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস ট্রেনটিও ২৫ মে কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর এবং খড়গপুর হয়ে ঘুরে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত