আগরতলা, ২৫ মে (হি.স.) : সম্প্রতি আগরতলার চানমারিতে মর্মান্তিকভাবে জলে ডুবে নিহত প্রসেনজিৎ দেবনাথ (১১) এবং তার বোন প্রিয়াঙ্কা দেবনাথ (৭) এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জিতেন্দ্র চৌধুরী রাজ্যের আরও দুটি হৃদয়বিদারক ঘটনার শিকার পরিবারগুলিকেও একই ধরণের সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন - ২৮ জুন, ২০২৪ তারিখে মোহনপুর মহকুমায় দুই স্কুলছাত্রী পিয়ালি দেববর্মা (১০) এবং প্রিয়াঙ্কা দেববর্মা (৯) -এর জলে ডুবে মৃত্যু এবং ২১ মে, ২০২৫ তারিখে সাব্রুমের কালাঢেপায় নয় বছর বয়সী শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।
জিতেন্দ্র চৌধুরী তাঁর চিঠিতে লিখেছেন, মোহনপুরের শোকাহত পরিবারগুলি আর্থিক সহায়তার জন্য আবেদন করার পরেও এখনও কোনও সরকারি সাহায্য প্রদান করা হয়নি। তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং এই পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ