আগরতলা, ২৭ মে (হি.স.) : রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবছর 'সমর্থ' পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া গত ২৩ মে থেকে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৩০ মে পর্যন্ত। ১১ জুন প্রথম রাউন্ডের মেধা তালিকা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হবে। আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার।
তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রনালয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুসারে রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। দ্বিতীয় রাউন্ডের ভর্তির পর কলেজগুলিতে যদি কোন আসন খালি থাকে তাহলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা অনুসারে সেই আসনগুলি পূরণে ভর্তি প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, এবছর একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৪টি কলেজে ভর্তির আবেদন সহ প্রতি কলেজে তাদের পছন্দ অনুসারে ২টি মেজর সাবজেক্ট চয়ন করতে পারবে।
সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, রাজ্যের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের সুবিধার্থে এই শিক্ষাবর্ষে রাজ্যে ৩টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ চালু হচ্ছে। আমবাসায় পুরনো ডিএম অফিস বিল্ডিং, করবুকে করবুক পাঞ্জিহাম এইচ এস স্কুল এবং কাকড়াবনে পূর্বের ডায়েট কলেজে এই শিক্ষাবর্ষে কলেজগুলির ভর্তি প্রক্রিয়া সহ পঠনপাঠন শুরু হবে। এই ৩টি নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্য উচ্চশিক্ষা ডিরেক্টরেটের ওয়েবসাইটে পাওয়া যাবে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das