ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল প্রকাশিত
আগরতলা, ২৭ মে (হি.স.) : মঙ্গলবার ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফলাফল ঘোষণা করেছে। দীপজয় দাস এবং অনন্যা দেবনাথ যথাক্রমে পিসিএম এবং পিসিবি গ্রুপে শীর্ষস্থান অর্জন করেছেন। পিসিএম গ্রুপে, শীর্ষ তিন পরীক্ষার্থী হলেন- জেএনভি উত্তর ত্রি
ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল প্রকাশিত


আগরতলা, ২৭ মে (হি.স.) : মঙ্গলবার ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফলাফল ঘোষণা করেছে। দীপজয় দাস এবং অনন্যা দেবনাথ যথাক্রমে পিসিএম এবং পিসিবি গ্রুপে শীর্ষস্থান অর্জন করেছেন।

পিসিএম গ্রুপে, শীর্ষ তিন পরীক্ষার্থী হলেন- জেএনভি উত্তর ত্রিপুরার ছাত্র দীপজয় দাস, দ্বিতীয় হিন্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আগরতলার ত্রিশ্রোতা দাস এবং তৃতীয় জেএনভি, খেরেঙ্গজুরির অর্ণব নাথ।

পিসিবি গ্রুপে যথাক্রমে শীর্ষ তিন স্থান অধিকারী হলেন আগরতলার শ্রী কৃষ্ণ মিশন স্কুলের অনন্যা দেবনাথ, শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তদীপ পাল এবং আগরতলার শ্রী কৃষ্ণ মিশন স্কুলের দেবপ্রসাদ সাহা।

ফলাফল ঘোষণা করে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এর চেয়ারম্যান ডঃ শুভদীপ পাল বলেন, প্রার্থীরা বিকেল ৪টা থেকে অনলাইনে তাদের ফলাফল দেখতে পারবেন।তিনি বলেন, গত ২৩ এপ্রিল আটটি জেলার ১৫টি কেন্দ্রে যৌথ প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

তিনি জানান, মোট ৫২৯৬ জন প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। যার মধ্যে ২৫১১ জন ছাত্র এবং ২৭৮৫ জন ছাত্রী। তিনি বলেন, তাদের মধ্যে পিসিএম গ্রুপে ১৯৮৯ জন এবং পিসিবি গ্রুপে ৪৩৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন-এর আরেক কর্মকর্তা জানিয়েছেন, কাউন্সেলিং-এর জন্য রেজিষ্ট্রেশন শীঘ্রই অনুষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande