আগরতলা, ২৭ মে (হি.স.) : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মঙ্গলবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মলয়নগরে রবিপাড়ায় শ্রীমা মনমোহিনী মহাদেব মন্দিরের উদ্বোধন করেন।
এই মন্দিরটি শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের একটি শাখা। এই অনুষ্ঠানে শান্তিকালী আশ্রমের স্বামী চিত্তরঞ্জন মহারাজ এবং দেবকীনন্দন ঠাকুর মহারাজ উপস্থিত ছিলেন।
মন্দিরের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু হিন্দু ধর্ম এবং এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন এই মন্দির হিন্দু ধর্মের প্রতি আস্থা প্রচারে এবং মানুষকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das