কেপটাউন, ৯ মে(হি.স.) : মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে যাওয়ার পর রব ওয়াল্টার সীমিত ওভারের ও শুকরি কনরাড টেস্টের দায়িত্ব পান। গত এপ্রিলে দুজনেরই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবার ওয়াল্টারের সঙ্গে আর নতুন করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) চুক্তি নবায়ন করছে না। ক্রিকেট বোর্ড কনরাডকেই তিন ফরম্যাটের দায়িত্ব দিয়েছে।
দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্ব কাপে কনরার্ড প্রোটিয়াদের দায়িত্বে থাকবেন। সিএসএ এক বিবৃতি দিয়ে বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে। তিন ফরম্যাটের দায়িত্ব পেয়ে কনরাড বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের দায়িত্ব পালন করা আমার কাছে গর্বের বিষয়। আর তিন ফরম্যাটের দায়িত্ব পাওয়াটা তো একটা বিশাল কিছু। সামনের দিনগুলোর দিকে আমি চেয়ে আছি।’
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি