স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে বোর্ডের সিদ্ধান্ত
মুম্বই, ৯ মে (হি.স.) : ধরমশালায় বৃহস্পতিবার আইপিএলের পঞ্জাব ও দিল্লির ম্যাচ ভেস্তে যাওয়ার পর থেকেই আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন ক্রিকেট প্রেমীরা। সেটাই হল। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাতের কারণে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কথ
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে বোর্ডের বড় সিদ্ধান্ত


মুম্বই, ৯ মে (হি.স.) : ধরমশালায় বৃহস্পতিবার আইপিএলের পঞ্জাব ও দিল্লির ম্যাচ ভেস্তে যাওয়ার পর থেকেই আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন ক্রিকেট প্রেমীরা। সেটাই হল। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাতের কারণে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে শুক্রবার বিসিসিআই কর্মকর্তারা জরুরি বৈঠক করে আইপিএলের বাকি খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড এর সহ সভাপতি রাজীব শুক্লা জানান, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande