জম্মু, ৯ মে (হি.স.): ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেল জানিয়েছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে।
যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে জম্মু ও উধমপুর থেকে বিশেষ ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। ট্রেন নম্বর ০৪৬১২ সকাল ১০:৪৫ মিনিটে জম্মু থেকে ছাড়বে, ২০ কোচের বন্দে ভারত দুপুর ১২:৪৫ মিনিটে উধমপুর থেকে ছাড়বে এবং ২২ কোচের সংরক্ষিত এলএইচবি ট্রেন সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ