আইসিসির হল অব ফেম-এ ধোনি, জায়গা পেলেন আরও ৬ ক্রিকেটার
দুবাই, ১০ জুন(হি.স.):আইসিসির ‘হল অব ফেম’-এ জায়গা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোমবার (৯ জুন) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি। ধোনি ছাড়াও এ দিন আরও ৬ ক্রিকেটারকে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন। ধোনির সঙ্গেই আইসিসি-র ‘হল অব ফে
আইসিসির হল অব ফেম-এ ধোনি, জায়গা পেলেন আরও ৬ ক্রিকেটার


দুবাই, ১০ জুন(হি.স.):আইসিসির ‘হল অব ফেম’-এ জায়গা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোমবার (৯ জুন) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি। ধোনি ছাড়াও এ দিন আরও ৬ ক্রিকেটারকে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন।

ধোনির সঙ্গেই আইসিসি-র ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, গ্রায়েম স্মিথ এবং দুই মহিলা ক্রিকেটার পাকিস্তানের সানা মীর ও ইংল্যান্ডের সারাহ টেলর।

এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছেন সুনীল গাভাস্কার ও বিষান সিং বেদী, কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিনু মাঁকড়, ডায়না এডুলজি ও নীত ডেভিড।

অবসর নেওয়ার পাঁচ বছর পর এই সম্মাননা পেলেন ধোনি।আইসিসির ওয়েবসাইটে ধোনি বলেছেন, ‘হল অব ফেম সুযোগ পেয়ে আমি আপ্লুত। সর্বকালের সেরাদের পাশে নিজের নাম দেখতে পাওয়াটা অসাধারণ এক অনুভূতি। সারাজীবন এই সম্মান মনে রাখবো।’

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande