লিসবন, ১০ জুন (হি.স.): পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উয়েফা নেশনস লিগের ফাইনালে গোল করেছিলেন। কিন্তু অল্পের জন্য সর্বোচ্চ গোলদাতার পুরস্কার থেকে বঞ্চিত হন, ৮টি গোল করে টুর্নামেন্ট শেষ করেন। এই পুরষ্কারটি সুইডেনের ভিক্টর গিওকেরেস পেলেন, যিনি শেষ পর্যন্ত ৯টি গোল করেছিলেন।
২৭ বছর বয়সী গিওকেরেস গত দুই মরসুম ধরে স্পোর্টিং লিসবনের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন, ১০২টি ম্যাচে ৯৭টি গোল করেছেন এবং ক্লাবটিকে পরপর দুটি লিগ শিরোপা জিততে সাহায্য করেছেন। তার পারফরম্যানস ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ আকর্ষণ করেছে, যা এখন স্পোর্টিংয়ের প্রাক্তন বস রুবেন আমোরিমের অধীনে পরিচালিত।
২০২৪-২৫ উয়েফা ন্যাশনস লিগে শীর্ষ গোলদাতারা-
**ভিক্টর গিয়োকেরেস - ৯ গোল
**ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - ৮ গোল
**এরলিং হাল্যান্ড - ৭ গোল
**জর্জেস মিকাউতাদজে - ৭ গোল
**রাজভান মারিন - ৬ গোল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি