শিমলা, ১০ জুন (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলার রামপুরে একটি হোটেলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, নাবালিকাকে রামপুর নিউ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , নাবালিকা কিছুদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তখনই থানায় অভিযোগ দায়ের করে খোঁজ শুরু হয়। রামপুরে মেয়েটিকে খুঁজে পান তার মা। মঙ্গলবার মেয়েটি জানায়, অভিযুক্ত ব্যক্তি তাকে ফুঁসলিয়ে হোটেলের ঘরে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। এই ঘটনায় রামপুর থানায় পকসো আইনে মামলা দায়ের হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য