বাঁদিপোরা, ২১ জুন (হি.স.) : কাশ্মীরের উত্তরাঞ্চলের বাঁদিপোরা জেলার কেটসুন বিনলিপোরা এলাকা থেকে এক জঙ্গি মদতদাতাকে গ্রেফতার করল নিরাপত্তাবাহিনী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চাইনিজ গ্রেনেড ও একে-৪৭ রাইফেলের ১১ রাউন্ড গুলি।
নিরাপত্তাবাহিনীর এক আধিকারিকদের জানান, কেটসুন বিনলিপোরায় নিয়মিত তল্লাশি চলাকালীন আলুসার হালমতপোরা এলাকার বাসিন্দা বশির আহমেদকে (৪৮) আটক করে। তদন্তে জানা গেছে, সে জঙ্গিদের সক্রিয় সহযোগী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য