বেঙ্গালুরু, ১০ জুলাই (হি.স.): ক্রেতার বাড়িতে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জোম্যাটোর ব্লিঙ্কইট, সুইগির ইনস্টামার্ট এবং জেপ্টোর সঙ্গে পুরোদমে প্রতিযোগিতায় নেমে পড়ল অ্যামাজন। সংস্থার দাবি, অর্ডার দেওয়ার ১০ মিনিটের মধ্যে ক্রেতার হাতে পণ্য তুলে দেবে তারা। ‘কুইক কমার্স’ হওয়ার লক্ষ্যে যা সংস্থার বিরাট বড় পদক্ষেপ। এর আগে বেঙ্গালুরুতে কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে এই পরিষেবা দিয়েছে অ্যামাজন। এ বার তা পুরোদস্তুর চালু হয়ে গেল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য